ডোমেইন

ডোমেইন কিভাবে কাজ করে থাকে?

By Meherab Mahmud

November 10, 2021

ডোমেইন যেভাবে কাজ করে থাকে 

সাধারনত আপনি যখন কোন ব্রাউজারের অ্যাড্রেসবারে যে কোন ওয়েবসাইট অ্যাড্রেস লিখে থাকেন, তখন নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে ডোমেইন কাজ করে থাকেঃ-

উদাহরণস্বরূপঃ- আপনি যখন https://www.deshihosting.com ওয়েবসাইটটি তে প্রবেশ করবেন, তখন নিচের কাজ গুলো সম্পাদিত হবে।

প্রথমত, ব্রাউজার আইপি অ্যাড্রেস (IP Address) অনুসন্ধান করে । তারপর SG নেমসার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়, পরবর্তীতে, SG রিকোয়েস্টটি গ্রহণ করে লোকাল সার্ভার হতে প্রাইমারি সার্ভার এর সাথে যোগাযোগ করে, প্রাইমারি নেমসার্ভার https://www.deshihosting.com এর আইপি অ্যাড্রেস লোকাল নেম সার্ভারে পাঠানো হয় ফাইনালি, সেই https://www.deshihosting.com সাইটটি ব্রাউজারে প্রদর্শিত হয় ।