ডোমেইন যেভাবে কাজ করে থাকে
সাধারনত আপনি যখন কোন ব্রাউজারের অ্যাড্রেসবারে যে কোন ওয়েবসাইট অ্যাড্রেস লিখে থাকেন, তখন নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে ডোমেইন কাজ করে থাকেঃ-
উদাহরণস্বরূপঃ- আপনি যখন https://www.deshihosting.com ওয়েবসাইটটি তে প্রবেশ করবেন, তখন নিচের কাজ গুলো সম্পাদিত হবে।
প্রথমত, ব্রাউজার আইপি অ্যাড্রেস (IP Address) অনুসন্ধান করে ।
তারপর SG নেমসার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়,
পরবর্তীতে, SG রিকোয়েস্টটি গ্রহণ করে লোকাল সার্ভার হতে প্রাইমারি সার্ভার এর সাথে যোগাযোগ করে,
প্রাইমারি নেমসার্ভার https://www.deshihosting.com এর আইপি অ্যাড্রেস লোকাল নেম সার্ভারে পাঠানো হয়
ফাইনালি, সেই https://www.deshihosting.com সাইটটি ব্রাউজারে প্রদর্শিত হয় ।