ডোমেইন

ডোমেইন কেনার আগে কি কি বিষয় মনে রাখা উচিৎ?

By Meherab Mahmud

November 10, 2021

ডোমেইন কেনার আগে যেসব বিষয় মনে রাখবেনঃ

আপনি যদি প্রথম বার ডোমেইন কেনার কথা চিন্তা করেন, তাহলে নিচের কিছু সাধারন বিষয় মনে রেখে ডোমেইন কিনতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনি বেশ কিছু অসুবিধার মুখে পড়তে পারেন।

১। আপনি সব সময় একটি শর্ট ডোমেইন নাম (short domain name) বেঁছে নিবেন। তাহলে মানুষরা সহজে মনে রাখতে পারবে আপনার ডোমেইনটি।

২। ডোমেইন নাম ছোট হওয়ার কারণে লিখতে এবং বলতে অনেক সহজ হয়।

৩। কখনো অন্যের সাথে মিল রেখে ডোমেইন নাম বাছাই করবেন না। সব সময় নিজের বিজনেস এর ব্র্যান্ডের সাথে মিল রেখে ডোমেইন বাছাই করবেন।

৪। লক্ষ রাখবেন আপনার বেঁছে নেওয়া ডোমেইন নামের সাথে যেনো আপনার ব্যবসার বা আপনি যে কারণে ডোমেইন কিনছেন সেটার মিল থাকে।

৫। সব সময় চেষ্টা করবেন একটি top level domain কেনার জন্য।

৬। আপনার বেঁছে নেওয়া ডোমেইন নাম ব্লগ বা ওয়েবসাইটের বিষয়ের সাথে জড়িত থাকাটা অনেক লাভজনক।