হোস্টিং (Hosting):
ওয়েব হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি সব সময় অন বা চালু থাকবে । সেই সাথে ওয়েবসাইট টি ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন। মূলত, আপনার ওয়েবসাইটের Content, Images, Videos এবং বিভিন্ন File সার্বক্ষণিক তথা দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু রাখার জন্য একটি স্পেস বা জায়গা প্রয়োজন।
আর সেই নির্ধারিত স্পেস বা জায়গা কেই বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং (Web Hosting) । আবার হোস্টিং কে সাধারনত সার্ভার (Server) বলা হয় এবং কখনও এটিকে ওয়েব সার্ভার ( Web Server) ও বলা হয়ে থাকে।
মোবাইলে আমরা যখন কোনো ভিডিও এর উপর ক্লিক করি তখন তা আমাদের ফোনের স্টোরেজ বা মেমরি থেকে চলতে থাকে। ঠিক তেমনিভাবে যখন কেউ কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস (Address) দিয়ে ব্রাউজারে প্রবেশ করে তখন তা হোস্টিং থেকে লোড হয় বা চলতে থাকে।
মেমরির মত হোস্টিং এর স্টোরেজেরও লিমিট থাকে। যেমন ১ জিবি, ৫ জিবি, ১০ জিবি স্টোরেজের হোস্টিং। তবে মনে রখাবেন এই হোস্টিং সার্ভার সমূহ এক ধরনের বিশেষ কম্পিউটার যা সব সময় ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই হোস্টিং প্রয়োজন হবে।
রিলেটেড পোস্ট
সার্চ করুন:
সাম্প্রতিক পোস্ট
- How much Hosting Space you need to build your Website
- How to add default featured image on your WordPress website
- How to add auto Post Excerpt on WordPress
- Why Choose Deshi Hosting for Web Hosting and Web Development Services
- Web Design and Development Services in Bangladesh
- Custom WordPress Theme Development Service in Bangladesh