১০ নভেম্বর, ২০২১

হোস্টিং কী?

হোস্টিং (Hosting) কী?

হোস্টিং (Hosting):

ওয়েব হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি সব সময় অন বা চালু থাকবে । সেই সাথে ওয়েবসাইট টি ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন। মূলত, আপনার ওয়েবসাইটের Content, Images, Videos এবং বিভিন্ন File সার্বক্ষণিক তথা দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু রাখার জন্য একটি স্পেস বা জায়গা প্রয়োজন।

আর সেই নির্ধারিত স্পেস বা জায়গা কেই বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং (Web Hosting) । আবার হোস্টিং কে সাধারনত সার্ভার (Server) বলা হয় এবং কখনও এটিকে ওয়েব সার্ভার ( Web Server) ও বলা হয়ে থাকে।

মোবাইলে আমরা যখন কোনো ভিডিও এর উপর ক্লিক করি তখন তা আমাদের ফোনের স্টোরেজ বা মেমরি থেকে চলতে থাকে। ঠিক তেমনিভাবে যখন কেউ কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস (Address) দিয়ে ব্রাউজারে প্রবেশ করে তখন তা হোস্টিং থেকে লোড হয় বা চলতে থাকে।

মেমরির মত হোস্টিং এর স্টোরেজেরও লিমিট থাকে। যেমন ১ জিবি, ৫ জিবি, ১০ জিবি স্টোরেজের হোস্টিং। তবে মনে রখাবেন এই হোস্টিং সার্ভার সমূহ এক ধরনের বিশেষ কম্পিউটার যা সব সময় ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই হোস্টিং প্রয়োজন হবে।

সার্চ করুন:

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Domain Names
Email Tutorials
How to
Transfer Domain
Web Development
Web Services
Website Design
Wordpress
ডোমেইন
হোস্টিং

সাম্প্রতিক পোস্ট

হোস্টিং কিভাবে কাজ করে থাকে?